জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় শিক্ষানীতি নিয়ে অপ্রাসঙ্গিক মায়া কান্নায় নেমেছে অল ইন্ডিয়া ডিএসও। এমবিবিএস ছাত্রদের ফাইনাল ইয়ারে নেক্সট স্টেপওয়ান এবং মুক টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত মেডিকেল এডুকেশন। তার প্রতিবাদে সপ্তাহব্যাপী আন্দোলনে নেমেছে এ আই ডি এস ও। বুধবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভের সামিল হয়েছে সংগঠনের কর্মী সমর্থকরা। প্রসঙ্গত যাদের জন্য এই নীতি প্রণয়ন করা হয়েছে, তাদের কোন মাথা ব্যাথা না থাকলেও মাথাব্যথা হয়েছে রাজনৈতিক সংগঠনের। শিক্ষানুরাগীদের অভিমত শুধুমাত্র ময়দানে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটার জন্যই এ ধরনের আন্দোলন। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ফাইনাল ইয়ার শেষ করে চিকিৎসায় রত হবে তাদের টেস্ট নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল। সেটা মেনে নিতে কিছুতেই পারছেনা শিক্ষিত অংশের মানুষজন।