জানা যায় সম্প্রতি সীমান্তে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ চলছে । এই সময়ে অরুণাচল প্রদেশ ভারতের সঙ্গে চিনের জিরাে সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিজয় । ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রাজ্যের এই যুবক প্রচণ্ড ঠান্ডার মধ্যে বীরের মতাে কর্তব্য পালন করছিলেন,সেখানেই বরফ ভেঙে পড়ে তার উপর। গত ২২ মে এই ঘটনায় তিনি গুরুতর জখম হন, মাথায় ব্যাপক আঘাত পান । তাকে অরণাচল প্রদেশের হাসপাতালে ভর্তি করানাে হয় । গত বুধবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান । শুক্রবার বিমানে তার দেহ আসতেই শােকের ছায়া নেমে আসে রাজ্যে । সন্ধ্যার বিমানে গুয়াহাটি হয়ে দেহটি আগরতলায় আসে । রাতে রাখা হয়েছে লিচুবাগানে আর্মি ক্যাম্পে বলে জানা গেছে । লিচু বাগান ক্যাম্পে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ জওয়ানের দেহটিকে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।