জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজ্য সরকারের বাজেট পেশ করা হবে আগামী সাত জুলাই। সেদিন বিধানসভা ভবনে বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের উপর সরকার পক্ষ ও বিরোধীরা আলোচনা করার পর সর্বসম্মতিক্রমে পাশ হবে বাজেট। তাই গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশনকে সামনে রেখে শনিবার বিধানসভা ভবনে অনুষ্ঠিত হল বিএসির বৈঠক। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পালসহ মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রি সুশান্ত চৌধুরী, সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায় সহ শাসক দলের সদস্যরা। কিন্তু বৈঠকে ঘর হাজির ছিলেন বিরোধী দলের সদস্যরা। এদিনের এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে এবারের বাজেট অধিবেশন চলবে মোট চার দিন। প্রথম দিনেই প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেবেন সদস্যরা। এবারের এই অধিবেশনে দুটি নতুন বিলও পাস করা হবে। বৈঠক শেষে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।