জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। নিজের সরকারি মাসোয়ারা থেকে কুমারঘাটে বিদ্যুৎপাতে নিহত পরিবারদের পঞ্চাশ হাজার টাকা এবং আহতদের পরিবার পিছু ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন। বিপ্লব দেব নিহত ও আহত পরিবারদের শোক ও সমবেদনা জানাতে শনিবার ছুটে গিয়েছে কুমারঘাটে। সেখানে শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি তাদের এই দুঃখ কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা জানিয়েছে ঈশ্বরের নিকট। এদিন বিপ্লব দেবের সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস ও মন্ত্রি সুধাংশু দাস সহ স্থানীয় কার্যকর্তাগন।