Site icon janatar kalam

উল্টো রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের বাড়িতে গেলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ সকালে কুমারঘাটে গতকাল ইসকনের উল্টো রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। এই ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গভীর শেক প্রকাশ করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিধায়ক কিশের বর্মন, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মহকুমা শাসক সুব্রত কুমার দাস প্রমুখ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিবতলী, বাঁশবাগান, উত্তর পাবিয়াছড়া, মহকুমা শাসক কার্যালয়ের পাশে ও সুভাষ সংঘের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের বাড়িতে যান। তাছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্ঘটনা স্থুল পরিদর্শন করেন এবং কুমারঘাট মহকুমা হাসপাতাল ও ফটিকরায় প্রাথমিক হাসপাতালে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ভর্তি আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রয়াত পরিবারের বাড়ি পরিদর্শনের সময় মহকুমা শাসক মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা গতকাল যে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিলেন তার অন্তর্বর্তী হিসেবে ১০ হাজার টাকা করে প্রত্যেক মৃত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

Exit mobile version