Site icon janatar kalam

থাকার ঘর পেয়েছি খাবার চাল পাচ্ছি তাই মোদীকেই চাই : জনগণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি দেশের জনগণ যে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার একমাত্র কারিগর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদিকে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখার জন্য দেশের ও রাজ্যের জনগণের কাছে আবেদন রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে বিজেপি সরকার কাজ করছে । তারই অঙ্গ হিসেবে সোমবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন জনগণ দেশের প্রধানমন্ত্রীর দ্বারা যেসব প্রকল্পের সুবিধা পেয়েছে , সে সমস্ত কর্মসূচির রিপোর্ট কার্ড হাতে তুলে দিয়ে জনগণের সাথে বার্তা আলাপ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জয়ী করার আহ্বানও রাখেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হয়ে এসে সবকিছু কাজ করে ফেলেছি আমি বলছি না, অনেক কাজ বাকি রয়ে গেছে সেগুলো পূরণ করব বলে আশ্বাস দেন জনগণকে।শ্রীমতি ভৌমিক এদিন রিপোর্ট কার্ড হাতে নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি যান, কথা শোনেন তাদের সুখ-দুঃখের। বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রণাম করেন রীতিমতো পা ছুঁয়ে। বলেন মোদীজি পাঠিয়েছে আপনাদের কাছে, আপনারাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। আমি বলছি না সব কাজ করে ফেলেছে। তবে সব কাজ শেষ করার চেষ্টা রয়েছে অব্যাহত। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, গত একমাস ব্যাপী যতগুলি বাড়িতে প্রচার কর্মসূচিতে গিয়েছি প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। বলছে মোদিজীর শাসনে আমরা খুবই খুশি। ফের আমরা কেন্দ্রে প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকেই চাই।কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রচার কর্মসূচি এখানেই শেষ নয়। আবারও প্রতিটি বাড়ি বাড়ি মানুষের মনের কথা শোনার জন্য যাবেন তিনি। প্রতিটি মানুষ যাতে সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ পেতে পারে তার জন্যই কাজ করে চলেছে সরকার।

Exit mobile version