Site icon janatar kalam

অতীতকে ভুলে ভবিষ্যৎ গড়া যায় না : প্রদ্যুৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতীতকে ভুলে গেলে ভবিষ্যৎ জীবনে আর কিছুই থাকে না। তাই অতীতকে স্মরণ রেখেই ভবিষ্যতের পথে এগোতে হয়। জন্মদিনে চৌদ্দ দেবতার বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। চতুর্দশ দেবতার বাড়ির খার্চিপূজা ও মেলা রাজ আমল থেকেই হয়ে আসছে। রাজ আমলে তৎকালীন মহারাজা ত্রিলোচন ও মহারানী হীরাবতী শুরু করেছিলেন চতুর্দশ দেবতার বাড়িতে পূজা ও মেলার। পুরানে কথিত আছে মহাদেবের আশীর্বাদে জন্ম হয়েছিল ত্রিলোচনের। সেজন্য তৎকালীন রাজবাড়ীতে মহারানী হীরাবতী এই পূজার প্রচলন করেছিলেন। সে সময় খারচি পূজাটা ছিল শুধুমাত্র রাজ পরিবারেই সীমাবদ্ধ।পরবর্তীকালে যখন রাজবাড়ী স্থানান্তর হয় তখন বর্তমান চতুর্দশ দেবতার বাড়িতেই পূজা করা হতো। পরবর্তী সময়ে রাজ শাসনের অবসানের পর ত্রিপুরা রাজ্য সরকার প্রতি বছর এই পূজার আয়োজন করে থাকে। খারচি পুজোর এই দিনটিতেই জন্ম হয়েছিল রাজ বংশধর প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের। সেই জন্য অতীতের স্মৃতিচারণে সোমবার চতুর্দশ দেবতার বাড়িতে প্রথমে মঙ্গলচন্ডী ও পড়ে চতুর্দশ দেবতার পূজার্চনা করেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎকিশোর দেববর্মন বলেন, অতীতকে ভুলে গেলে নিরর্থক হয়ে যায় আমাদের ভবিষ্যৎ। তাই অতীতের স্মৃতিচারণায় ও পরিবারের মঙ্গল কামনায় এই পূজার্চনা।চতুর্দশ দেবতার বাড়িতে এদিন সাংবাদিকরা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে অন্যান্য কয়েকটি বিষয়ে প্রশ্ন করেছিলেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিকদের সব কয়টি প্রশ্ন এড়িয়ে সাফ জবাব দিয়েছেন, ধর্মীয় স্থানে আমি কোন রাজনীতি করি না। ধর্ম এবং রাজনীতি দুটি বিষয়ে আমার কাছে সম্পূর্ণ আলাদা।

Exit mobile version