Site icon janatar kalam

পশ্চিমী নৃত্যে রাজ্যের নাম উজ্জ্বল করল পূজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হেনরি ডিরোজিও স্কুলের ১১ বছরের ছাত্রী এবার রাজ্যের নাম উজ্জ্বল করল পশ্চিমী নৃত্য পরিবেশন করে। গত ২০ জুন কলকাতায় ইন্ডিয়ান ডান্স ষ্টার রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে আড়ালিয়ার ১১ বছরের নৃত্যশিল্পী। ইন্ডিয়ান ডান্সিং স্টার রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করেছিলেন ৩৫০ জন নৃত্য শিল্পি তার মধ্যে ফাইনালে ভালো পারফরম্যান্স করে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে আড়ালিয়ার পূজা শীল।রবিবার আগরতলায় এসে সংবাদ মাধ্যমের সামনে তার সাফল্যের কথা তোলে ধরেন পূজার বাবা। এদিন তিনি বলেন পড়াশোনার পাশাপাশি দিনে তিন থেকে চারঘন্টা অনুশীলন করতো সে । তার নৃত্য প্রশিক্ষক মৃনাল স্যারের হাত ধরেই এই সাফল্য পেয়েছে পূজা ।

Exit mobile version