Site icon janatar kalam

ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথেই আজ বিজেপি এগিয়ে চলছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭০ তম বলিদান দিবস শুক্রবার গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করলো ভারতীয় জনতা পার্টি। দলের মুখ্য প্রদেশ কার্যালয়ে এই বলিদান দিবসের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গভীর শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭০ তম বলে দান দিবস পালন করলো প্রদেশ বিজেপি। কৃষ্ণনগর দলীয় মুখ্য কার্যালয়ে এই বলিদান দিবসের সূচনা করেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যায় কার্যকর্তাগণ। শ্রদ্ধা নিবেদন শেষে মুখ্যমন্ত্রী বলেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন জনসংঘের প্রতিষ্ঠাতা। ১৯৫১ সালে তিনি এই সংগ্রহ প্রতিষ্ঠা করেন , আজ সেই জনসংঘ ভারতীয় জনতা পার্টির নামে গোটা বিশ্বে পরিচিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথেই আজ বিজেপি এগিয়ে চলছে। যেই সততা এবং নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, তার উপর দাঁড়িয়ে আজ বিজেপিও গোটা বিশ্বে সেই দিশা ছড়িয়ে দিয়েছে। কি সেই সততা নিষ্ঠা এবং দেশপ্রেম, তা আরো সহজ সরল ভাবে দেশ এবং রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। তবেই না সার্থক হবে শ্যামা প্রসাদের স্বপ্ন।

Exit mobile version