Site icon janatar kalam

কুরবানী ঈদে যত্রতত্র জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করার অনুরোধ জানালেন শাহ আলম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৯ জুন মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব ঈদ উল আযহা বা বকরি ঈদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। এদিন এনিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইনসকে সম্মান জানিয়ে দেশের অন্যান্য অংশের সাথে ত্রিপুরাতেও ঈদ উল আযহা পালিত হবে পশু কুরবানীর মাধ্যমে।সোমবার এক সাংবাদিক বৈঠকে ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম মজুমদার ঈদ উল আযহা উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের মানুষকে আগাম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে। বিশেষ করে মুসলমান ধর্মালম্বীদের শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ উল আযহা পালনের আহ্বান রেখেছেন। একই সঙ্গে কুরবানী ঈদে যত্রতত্র জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করার অনুরোধ করেছেন। পাশাপাশি জবাইয়ের পর অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলারও অনুরোধ জানিয়েছেন সমস্ত মুসলিম সম্প্রদায়ের জনগণের প্রতি।

Exit mobile version