Site icon janatar kalam

জালে ধরা পড়ল ৩৫ কেজি ওজনের মাছ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তির বাজার মাছ বাজারে উঠল ৩৫ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইর মাছ। যার মূল্য বিশ হাজার সাতশো টাকা। প্রতি কেজি মাছ ১২০০ টাকা দরে বিক্রি হবে বলে জানিয়েছেন বিক্রেতা রাকেশ সরকার। ইতিমধ্যেই 10-15 কেজি মাছের অর্ডার পড়ে গিয়েছে। মাছ বিক্রেতা রাকেশ সরকার আরও জানান, ডুম্বুর জলাশয় থেকে এক মৎস্যজীবী কুনি জ্বাল দিয়ে ধরেছে এই বিরল প্রজাতির মাছ। মাছটি বাজারে উঠতেই ভিড় জমে যায় উৎসুক জনতার।

Exit mobile version