শুক্রবার রাজধানী আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা নিউজপেপার সোসাইটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে স্যান্ডন পত্রিকার সম্পাদক সুবল দে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান এই পরিস্থিতিতে রাজ্যের সংবাদ মাধ্যমের কর্মীদের করুন দুর্দশার কথা তুলে ধরেন। কেননা করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে গভীর সংকট। সাধারণ নাগরিকের পাশাপাশি প্রাণ হারিয়েছে বেশ কিছু স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক। লক ডাউনের ফলে মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে , বন্ধ রুজি রোজগার, এক অসহনীয় পরিবেশে হাবুডুবু খাচ্ছে সমাজ। এ পরিস্থিতিতে রাজ্যের মুদ্রিত সংবাদ পত্র এক গভীর সংকটের মুখে। মিলছে না সংবাদপত্র প্রকাশের সামগ্রী , মিললেও ক্রয় করতে হচ্ছে ন্যায্য মূল্য থেকে কয়েকশোগুন বেশি দিয়ে। এ পরিস্থিতিতে গভীর অস্তিত্বের সংকটে ধুঁকছে রাজ্যের সংবাদ পত্র। তারই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা নিউসপেপার সোসাইটির পক্ষ থেকে সাংবাদিকদের জন্য পেনশন রুলও সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড ইস্যুসহ ৫ দফা দাবি সনদ রাজ্যের সংবাদ মাধ্যমে কর্মীদের স্বার্থে রাজ্য সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা নিউজপেপার সোসাইটির যুগ্ম আহ্বায়ক অরুন নাথ , শানিত দেব রায় ও স্যান্ডন পত্রিকার সম্পাদক সুবল দেসহ অন্যান্যরা।