Site icon janatar kalam

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাসিনার উপহার ৫০০কেজি আম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের সুস্বাদু আম ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার জন্য পাঠিয়েছে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের গাড়িটি আসে আগরতলায়। স্থল বন্দরে আমগুলি গ্রহণ করেছে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক ডাক্তার মানিক সাহার জন্য সেদেশের সুস্বাদু ৫০০ কেজি আম পাঠিয়েছে বলে জানিয়েছেন সহকারি হাইকমিশনার। এদিনই সহকারি হাইকমিশনারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে আমগুলি উপহারস্বরূপ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। আগরতলাস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ভারত বাংলাদেশের সৌভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনেই এই উপহার। বিশেষ করে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের একটা আত্মার সম্পর্ক রয়েছে।

Exit mobile version