Site icon janatar kalam

বজ্রপাত থেকে অল্পেতে রক্ষা পেলো গণেশ নমঃ নামের এক শ্রমিক

পানের বরে কাজ করতে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক। আহত শ্রমিকের নাম গণেশ নমঃ, বয়স ২২ বছর। ঘটনা মাতাবাড়ি চন্দ্রপুর কলোনির তিন নং ওয়াড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় অন্য দিনের মত আজও সপন দে নামে এক ব্যক্তির পানের বরে কাজ করতে যায় গণেশ নমঃ। হঠাৎ করে আজ সকাল ১১ টা নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি নামতেই গনেশ দৌরে নিরাপদ জায়গায় পৌছার আগে হঠাৎ করে বজ্রপাত গনেশ উপর এসে পড়ে বলে জানান গণেশের মা সতি রানী নমঃ। গুরুতর আহত অবস্থায় গনেশ নমঃ টেপানীয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে গনেশের বাড়িতে ছুটে আসে গ্রামবাসীরা।

Exit mobile version