বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই ক্ষোভ রয়েছে স্থানীয় দের মধ্য। বিশেষ করে ব্যবসায়ীরা পুলিশের কাজকর্মে একেবারে বীতশ্রদ্ধ, কারণ একের পর এক চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হাজারো প্রশ্ন দেখা দেয। গত কয়েকদিনে বিশালগড় বাজারে একের পর এক চুরির ঘটনা ঘটে বারবার চুরির ঘটনার পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ব্যবসায়ী মহলে ক্ষোভ এতটাই বেড়ে গেছে যে এখন তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছ। ব্যবসায়ী কমিটির সম্পাদক বাবুল সাহার অভিযোগ বারবার চুরি হলেও পুলিশ একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি আরো জানান গত চার দিন আগে বিশালগড় বাজারের তিনটি দোকানে হানা দেয় চোরের দল, বিশালগড় থানা বাবুদের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত চুরির ঘটনার কোন কূলকিনারা হয়ন। তবে এই ঘটনার পর একাংশ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে অভিজ্ঞ মহলের দাবী,