Site icon janatar kalam

আন্তর্জাতিক যোগা দিবস পালনের প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা বিশ্ব তথা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে নবম আন্তর্জাতিক যোগা দিবস পালনের, জোর প্রস্তুতি চলছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। বৈঠক শেষে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা শ্রীনাথ জানান, এ বছর সারা রাজ্যে তিন হাজারের উপর লোক যোগায় অংশ নেবে। রাজ্য স্তরে যোগা দিবস পালনের প্রস্তুতিপর্ব মোটামুটি শেষ। এ দিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, ২১শে জুন আন্তর্জাতিক নবম যোগা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে আগরতলা পুর নিগমও জোড় প্রস্তুতি নিয়েছে। মেয়র আহবান করেছেন প্রত্যেকেই যাতে যোগায় অংশগ্রহণ করে।

Exit mobile version