Site icon janatar kalam

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মৌরসুমে রাজ্যের বিভিন্ন স্থানে পানীয় জলের তীব্র সংকটে দেখা দিয়েছে। কিছু কিছু স্থানে জলস্তর নিচে নেমে যাওয়ার ফলে গভীর নল কূপগুলি দিয়ে জল উঠছে না। ফলে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।বিশেষ করে পাহাড়ি অধ্যুষিত এলাকাগুলিতে পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে।সম্প্রতি কিছু কিছু স্থানে গাড়ির মাধ্যমে জল সরবরাহ করা হয়েছিল। বর্তমানে তাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার গন্ডাছড়া টু অমরপুর সড়কের কাসমাই পাড়া ব্রু রিসেটেলমেন্ট ক্যাম্পের জনজাতি অংশের লোকেরা সকাল থেকে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেছে। ফলে বন্ধ হয়ে পড়েছে যানবাহন চলাচল। রাস্তার দুই দিকে সারি সারি গাড়ি ঠাই দাঁড়িয়ে পড়েছে।

Exit mobile version