জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার রবীন্দ্র শতবার্ষিকীভবন প্রাঙ্গণে ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বয়সের উপর ভিত্তি করে মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি ডা: বিশু কর্মকার। এদিন তিনি জানান পরিবেশ দূষণমুক্ত রাখতে ছোটদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রায় ২০০ জন প্রতিযোগী প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।