জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.০২ শতাংশ, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৩ দশমিক ২৪ শতাংশ। জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড: ভবতোষ সাহা। পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই পরীক্ষার্থীদের মার্কশিট বিলি করা হবে। মার্কশিট পাওয়ার সাত দিনের মধ্যে যে কেউ সর্বোচ্চ তিনটি বিষয়ের উপর রিভিউ এর আবেদন পত্র জমা দিতে পারে। তা না হলেও নিজে খাতা দেখার জন্য আবেদন করতে পারবে। এ দিনের সাংবাদিক বৈঠকে পর্ষদ সচিব ড: দুলাল দে জানান, গত বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ২৮৯৩১ জন, এ বছর পরীক্ষার্থী ছিল ৩০৪৫২ জন, মাধ্যমিকে গত বছর পরীক্ষার্থী ছিল 43294 জন, এ বছর পরীক্ষার্থী ছিল ৩৮১৫২ জন। সুতরাং পাশের পার্সেন্টেজ উচ্চমাধ্যমিকে কিছুটা কম হলেও মাধ্যমিকের ঠিকই রয়েছে। অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে তুলনা করলে ত্রিপুরা বোর্ডের রেজাল্ট ভালই হয়েছে।
পর্ষদসচিব আর জানিয়েছেন, মাধ্যমিকে যারা দেড়শ নম্বর পেয়েও দুই বিষয়ে ফেল করেছে, তারা বছর বাচাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, সেটা পরবর্তী সময় পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হবে |প্রসঙ্গত এবছর একশত শতাংশ পাশ মাধ্যমিক স্কুলের সংখ্যা ২১৪ টি, উচ্চমাধ্যমিকে 19 টি, ১৮ শতাংশ ফেল মাধ্যমিক স্কুলের সংখ্যা দুইটি, উচ্চমাধ্যমিকে একটি। এবছর মাধ্যমিকে মোট ত ৫০ জন দিব্যংগো ছাত্রছাত্রী ও উচ্চ মাধ্যমিকে ২০ জন ছাত্রছাত্রী নাম নথিভূক্ত করেছিল। মাধ্যমিকে ৫০ জন ছাত্র ছাত্রীর মধ্যে অন্ধ ১৩ জন তার মধ্যে মেয়ে পাঁচজন, এবং উচ্চমাধ্যমিকে ২০ জন দিব্যাঙ্গ্য ছাত্রছাত্রীর মধ্যে ছয় জন অন্ধ তার মধ্যে দুইজন মেয়ে উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার জন্য আর কে ইনস্টিটিউশন কেন্দ্রের এক ক্যান্ডিডেট কে বহিষ্কার করা হয়েছিল। এ বছর সংশোধনাগার থেকে কেউ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার নাম নথিভুক্ত করেনি।