জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রামেগঞ্জে কাজ নেই, এখনও অটোরিকশা শ্রমিকরা ও অন্যান্য শ্রমিকরা তাদের যানবাহন নিয়ে রাস্তায় বেরোতে পারছে না। যার ফলে রুজি রোজগার সেভাবে হচ্ছে না। রবিবার ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার ইউনিয়নের ৩১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেন, রাজনৈতিক সন্ত্রাস রাজ্যে অনেকটাই কমে এসেছে। এখন আর সন্ত্রাস হচ্ছে না। মানুষ ধীরে ধীরে বাড়িঘর থেকে বের হতে পারছে। এদিনের রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, সি আই টি ইউ নেতা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত ও অমল চক্রবর্তী প্রমুখ।