জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে নারী ধর্ষণ, শ্লীলতাহানি, গণধর্ষণ, অপহরণ ও বধু নির্যাতনের মত ঘটনাগুলি। তারই প্রতিবাদে গর্জে উঠেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার নারী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত হয় রাজ্য মহিলা কমিশনের সামনে। অভিযোগ রাজ্যে বধূ নির্যাতন শ্লীলতাহানি ধর্ষণের মতো ঘটনা ঘটে চললেও সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে চলেছে মহিলা কমিশন। এই রাজ্যে মহিলা কমিশন মূলত একটা ঠুটু জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে। নারী সমিতি দাবি করেছে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী সংঘটিত ঘটনাগুলির জন্য যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। নতুবা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে নারীর সমিতি। জানিয়েছে সমিতির রাজ্য কমিটির সম্পাদিকা-স্বপ্না দত্ত।