জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিজের ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৫৪ বছর বয়সি শংকর মজুমদার নামে এক ব্যক্তি। ঘটনা বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। পেশায় মোটর শ্রমিক শংকর মজুমদার শুক্রবার সাত সকালে নিজের ঘরেই বিদ্যুৎ ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ বলে জানা যায়। সঙ্গে সঙ্গেই বাড়ির লোকজন বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখেই তাকে মৃত বলে ঘোষণা করে। এ নিয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার জন্য মৃত দেহটি পোস্টমর্টেম করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।ঘটনায় গভীর সুখের ছায়া নেমে এসেছে পরিবার পরিজনদের মধ্যে।