Site icon janatar kalam

PMAY-G প্রকল্পে রাজ্যের জন্য অতিরিক্ত ১৩০,৬৯৫ টি আবাস বরাদ্দ : মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে রাজ্যের জন্য অতিরিক্ত আরও ১ লক্ষ ৩০ হাজার ৬৯৫টি আবাস বরাদ্দ করেছে। আজ সচিবালয়ে এক সাংবাদি সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ প্রকল্পে ত্রিপুরাকে ২ লক্ষ ১ হাজার আবাস তৈরীর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশীর ভাগ আবাস নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। অবশিষ্ট আবাসগুলির নির্মাণ কাজও অতি দ্রুত সম্পন্ন করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান প্রকল্পে রাজ্য ৮৭ হাজার আবাস নির্মাণের বরাদ্দ পেয়েছিল। এরমধ্যে ৫৩ হাজার আবাস নির্মাণের কাজ শেষ হয়েছে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আশা ব্যক্ত করেন রাজ্যের জন্য অতিরিক্ত আবাস বরাদ্দ হওয়ায় রাজ্যের আর্থসামাজিক মানের উন্নতি ঘটবে৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সবার জন্য পাকা আবাস বাস্তবায়িত হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে রাজ্যের জন্য অতিরিক্ত আবাস বরাদ্দ করায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

Exit mobile version