Site icon janatar kalam

মুসলিম বাঙালিদের পুনর্বস্থানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করলো আমরা বাঙালি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বুধবার শিবনগরস্থিত আমরা বাঙালি দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের কর্মীরা ৩ দফা দাবী যথাক্রমে রাইয়াবাড়িতে উচ্ছেদ হওয়া সমস্ত বাঙালি পরিবারকে পূর্ণ প্রতিফলন ও পুনর্বাসনের ব্যবস্থা, ৮০ জুনের গণহত্যা থেকে উগ্রবাদী হামলায় বাস্তুচিত বাঙ্গালীদের রিয়াং শরণার্থীদের মতো আর্থিক প্যাকেজ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা এবং স্বাধীনতার রূপকার ত্রিপুরার তথা অভিভক্ত ভারতের ভূমিপুত্র বাঙালিদের সংবিধান অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের বিক্ষোভ কর্মসূচি মূল বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা বাঙালি সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল জানান ১৯৯৯-এর ডিসেম্বরে তৎকালীন দক্ষিণ ত্রিপুরার রাইয়া বাড়ীতে। সেদিন এনএলএফটি জঙ্গীদের অতর্কিত হামলায় নিহত-আহতের পাশাপাশি বাড়ীঘর লুটপাট ও জ্বালিয়ে দেওয়ার কারণে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত বাঙালী মুসলীম পরিবারগুলি এলাকা ছেড়ে আসতে বাধ্য হয়। পরে ২০০৩ ও ২০০৪ সালে আক্রান্ত ও ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়া মুসলীম বাঙালী পরিবারগুলিকে সরকার খাস জমির অভাবে অলিখিতভাবে সংরক্ষিত বনভূমিতে পুনর্বাসন দেয়। ২০১৯ সালে বর্তমান বিজেপি সরকার উক্ত পুনর্বাসনপ্রাপ্ত বাঙালীদের দখলে থাকা উল্লেখিত বনভূমি আবার স্থানীয় জনজাতিদের মধ্যে অবৈধভাবে বিতরণ করে দেয়। আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি সরকারের এই বাঙালী বিদ্বেষী অমানবিক আচরণের তীব্র বিরোধী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই বলে জানিয়েছেন তিনি। এদিনের কর্মসূচি কে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো।

Exit mobile version