Site icon janatar kalam

স্টেট ড্রাগস কন্ট্রোলারের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট ফার্মাসিটিক্যাল প্রাইজ মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট এর উদ্যোগে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্টেট ফার্মাসিটিক্যাল প্রাইজ মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট, ভারত সরকারে সরকারের রসায়ন ও সার মন্ত্রকের অধীনে জাতীয় ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশিকায় তৈরি একটি সংস্থা যা স্টেট ড্রাগস কন্ট্রোলার তত্বাবধানে পরিচালিত হয় । শনিবার দুপুরে আগরতলার গীতাঞ্জলি অথিতিশালায় এই সচেতনামূলক শিবিরে উপস্থিত ছিলেন শ্রীমতি কে সিনহা , ডেপুটি ড্রাগস কন্ট্রোলার, ত্রিপুরা সরকার, শ্রী প্রতাপ চন্দ্র আচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফার্মেসি ডিপার্টমেন্ট, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়,বিধায়ক শ্রী শম্ভু লাল চাকমা, এবং বিধায়ক শ্রী মানব দেববর্মা,এই সেমিনারে ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এর সদস্য এবং জুনিয়র সাইন্টিফিক অফিসার, স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি এর স্টাফ দের মধ্যে ঔষদ এর দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ বিষয়কে নিয়ে যাবতীয় আলোচনা করা হয়। এই সেমিনারে ফার্মা সহি দাম মোবাইল অ্যাপ এর ব্যাবহার, উপকার, আর দৈনন্দিন জীবনে এ ওষুধ কেনার সময় ঔষধের মূল্য যাচাই এ কিভাবে এই আপ আপনাকে সাহায্য করতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়।

Exit mobile version