জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৯৯ এর ডিসেম্বরে রাইয়াবাড়িতে এনএলএফটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর নৃশংস হামলার ঘটনায় এমসি রায় কমিশনের তদন্ত ও প্রস্তাবিত সুপারিশ অনুসারে আক্রান্ত ভিটামাটি থেকে উচ্ছেদ হওয়া উপজাতি মুসলিম পরিবার গুলিকে সরকার ২০০৩ –০৪ সালে খাস ভূমির অভাবে অলিখিতভাবে সংরক্ষিত বনভূমিতে পুনর্বাসন দেয়। অথচ ২০১৯ সালে পুনর্বাসন প্রাপ্তদের ভোগ দখলে থাকা এই বনভূমি স্থানীয় জনজাতিদের অবৈধভাবে কমিউনিটি পাট্টা দেওয়া হয়। এই অজুহাতে পরিকল্পিতভাবে সাতটি মুসলিম পরিবারকে ২৫ মে বনদপ্তর নির্দয় ভাবে উচ্ছেদ করেছে। অভিযোগ সি পি আই এম এল রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের। এক সাংবাদিক বৈঠকে শ্রী কর্মকার দাবি জানান, উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে ন্যায় বিচার দিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে। পুনর্বাসন সাপেক্ষে তাদের জোরপূর্বক উচ্ছেদ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। গৃহহীন সর্বহারা ক্ষতিগ্রস্ত এই সাতটি পরিবারের সব সদস্যদের ভরণপোষণ ও জীবন সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে সরকারকে।