Site icon janatar kalam

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশকে অবমাননা করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজধানী আগরতলাতে খোলা হচ্ছে বিভিন্ন মল,

আগামী ৩০ জুন অবধি লকডাউনের ঘোষণা কেন্দ্রের। তবে ৮ জুনের পর থেকে শপিং মল, রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে বলে জানা যায়। তবে কন্টেইনমেন্ট জোন বা সিল এলাকায় কোনও মল বা রেস্তোরাঁ খোলা চলবে না বলেও জানানো হয়েছে। তাছাড়া কন্টেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় ধর্মীয়স্থান, হোটেল এবং রেস্টুরেন্ট ৮ তারিখের পর খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।তাহলে ৮ই জুনের আগে কিভাবে খোললো রাজধানী আগরতলার শকুন্তলা রোডস্থিত আইতরমা কমপ্লেক্সের মেট্রো বাজার শপিং মল , আজ ৩রা জুন রাজধানীর শকুন্তলা রোডস্থিত মেট্রো বাজার শপিং মলের ভেতরের জনসমাগমের চিত্র ধরা পড়লো জনতার কলমের লেন্সে। কি এমন পরিস্থিতি এল যেখানে মানুষ কাপড় কেনাকাটায় ব্যাস্ত হয়ে উঠেছে , তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অমান্য করে মেট্রো বাজার শপিং মল খোলার বিষয়টিকে কিভাবে দেখবে রাজ্যের প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রক তাই রইলো দেখার।

Exit mobile version