জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে অসম আগরতলা জাতীয় সড়ক পথ অবরোধ করল গ্রামবাসীরা ।ঘটনা শনিবার সকালে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার বেশ কিছু বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্য হাতির উপদ্রব চলছিল। প্রায় প্রতিদিনই বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালাতো। শুক্রবার রাতের আঁধারে যখন বন্য হাতির দল বেশ কয়েকটি বাড়িঘর ভেঙ্গে ফেলে তখনি গ্রামবাসিরা খুব্দ হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয় এবং আটকে পড়ে শত শত ছোট বড় যানবাহন। তাদের অভিযোগ,, হাতি যখন এলাকায় প্রবেশ করে তখন বনদপ্তরকে বারবার ফোন করে যোগাযোগ করা হলেও বনদপ্তরের কর্মীদের টিকির নাগালও মেলে না।