Site icon janatar kalam

মানবতার বৃহত্তম অর্ঘ্য রক্তদান: সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তদানের বিকল্প নেই। রক্তদান মানবতার সবচেয়ে বৃহত্তম অর্ঘ্য। যার মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি। মানববন্ধন দৃঢ় করতে পারি। বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।শনিবার ওএনজিসি’র এমপ্লয়িস ইউনিয়ন অব ত্রিপুরা- র প্রথম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ও এন জি সি কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মোট ১৫০ জন এই শিবিরে স্বেচ্ছা রক্তদান করেন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Exit mobile version