জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমে নতুন প্রকল্প শুরু হয়েছে আর আর সেন্টার নামে। যার মানে রিডিউস রিইউস অর্থাৎ যারা বাড়ি ঘরের কোন জিনিসপত্র পুরনো হলে ফেলে দিচ্ছে অথচ সেটা ব্যবহার উপযোগী। সে সমস্ত জিনিস গুলি সেলফ হেল্প গ্রুপের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে।এগুলিকে এনে রাখা হবে আর আর সেন্টারে।সেখান থেকে গরিব দুস্থ মেহনতি মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহারযোগ্য জিনিসগুলি নিয়ে যেতে পারবে। প্রাথমিক অবস্থায় আগরতলা পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ড দূর্গাচৌমুহনীস্থিত নিগমের বিপণী বিতানে খোলা হয়েছে। পর্যায়ক্রমে সব কয়টি ওয়ার্ডেই এই জাতীয় সেন্টার খোলা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সেন্টারটির অনুষ্ঠানের সূচনা করেন মেয়র। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও কর্পোরেটর শিখা দাস দেব ও সেন্ট্রাল জোনের কমিশনার সহ অন্যান্যরা।