Site icon janatar kalam

৬০টি মন্ডলে বিজেপির কার্যকারিনী বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে একযোগে ষাটটি মন্ডলে অনুষ্ঠিত হয়েছে মন্ডল কার্যকারিনী বৈঠক। ভিন্নমাত্রার এবারের বৈঠকের আলোচ্য বিষয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৯ বছর পূর্তির উন্নয়ন কর্মসূচির প্রচার করা। বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রদেশ কার্যকারিনী বৈঠক শেষে এক যোগে অনুষ্ঠিত হল মন্ডল কার্যকারিনী বৈঠক আগরতলা থেকে আমবাসা, ধর্মনগর থেকে সাব্রুম সবকটি মন্ডলেই কার্যকর্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। রাজধানীর ৬ আগরতলা মন্ডলে কার্যকারিনী বৈঠকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা করলেন বিজেপির বিজিত প্রার্থী পাপিয়া দত্ত। এদিন সোনামুড়ায় অনুষ্ঠিত কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার বিজেপির নেতৃবৃন্দ। এদিন সমস্ত কার্যকরতারা সমবেতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বৎসরপূর্তির কার্যক্রম ঘরে ঘরে পৌঁছানোর অঙ্গীকারবদ্ধ হন। এদিকে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে কার্যকারীণী বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।শ্রী ভট্টাচার্য প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে প্রাধান্য দিয়ে সমস্ত কার্যকর্তাদের গুরুত্ব সহকারে ঘরে ঘরে নিয়ে গিয়ে জনসমর্থন আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে তেলিয়ামুড়া আয়োজিত কার্যকারণী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।তেলিয়ামুড়ায় আয়োজিত কার্যকারিনী বৈঠকে দলীয় কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমস্ত কার্যকালের কর্মসূচি গুলিকে ব্যাপক হারে প্রচারে নিয়ে যাওয়ার সংকল্প করেন।

Exit mobile version