জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার সোনামুড়া প্রেস ক্লাবের তরফ থেকে উদযাপন করা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে বেলা সাড়ে ১২ টায় সোনামুড়া প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত কবি প্রণাম অনুষ্ঠান। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার পর নজরুলের জীবনী ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করেন সোনামুড়া মহকুমার বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি বিপ্লব চক্রবর্তী , সম্পাদক অভিজিৎ বর্ধন, প্রাক্তন সম্পাদক দেবাশিস দত্ত ,প্রাক্তন সভাপতি নরেশ দাস এবং সাংবাদিক সঞ্জয় আচার্যী প্রমুখ। স্থানীয় শিল্পী বিনা শর্মা এবং তার সহযোগী শিল্পীরা সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানে। প্রেস ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে সোনামুড়া প্রেস ক্লাব সোনামুড়া মহকুমার শিল্প সংস্কৃতির বিকাশ ও তা নবপ্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিষয়ে সমাজের সকল অংশের জনগনের সহযোগিতা কামনা করেছে সোনামুড়া প্রেস ক্লাব।