Site icon janatar kalam

পেশা নয় রাজনীতিকে নিতে হবে নেশায় : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিলে চলবে না, নেশা হিসেবে রাজনীতি করে মানুষের সেবায় নিজেদের মননিবেশ করতে হবে। এটাই প্রকৃত রাজনীতিবিদের চরিত্র হওয়া উচিত। বললেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রদেশ বিজেপির রাজ্যস্তরের কার্যকারিনী বৈঠকের পর জেলা স্তরেও অনুষ্ঠিত হয়েছে কার্যকারিনী বৈঠক।এছাড়াও ইতিমধ্যেই দশটি বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন শুরু হয়েছে মন্ডল কার্যকারিনী বৈঠক। শুক্রবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র অর্থাৎ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নিজ বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মন্ডল কার্যকারিনী বৈঠক।রাজধানীর বাণী বিদ্যাপীঠে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিকে কেউ পেশা হিসেবে বেছে নিলে চলবে না। রাজনীতিকে বেছে নিতে হবে নেশা হিসেবে। তবেই দেশ ও সমাজের উন্নয়ন সাধন সম্ভব হবে প্রতিটি কার্যকর্তার দ্বারা।সরকারের সমস্ত রকম সুযোগ-সুবিধা উপলব্ধ করতে পারবে সাধারণ নাগরিকরা। দলমত এর উর্ধ্বে উঠে সমস্ত নাগরিকদের সমান চোখে দেখে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। তবেই সকল অংশের নাগরিকদের সমর্থন আদায় করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নয় বছরে মানুষের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং রূপায়ণ করেছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকার যে সমস্ত উন্নয়ন কাজ রূপায়ণ করেছে ও বর্তমানে চলছে সেগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়াই এইবারের কার্যকারিনী বৈঠকের মূল লক্ষ্য। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারলেই সকল অংশের মানুষের সমর্থন আদায় করা সম্ভব হবে।দলীয় কার্যকর তাদের উদ্দেশ্যে এদিন এই নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমস্ত অংশের জনগণের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে প্রচার করতে পারলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে অনায়াসে দুটি আসন মোদিকে উপহার স্বরূপ দেওয়া সম্ভব হবে। বিজেপি দল নিশ্চিত রাজ্যের দুটি লোকসভা আসনে এবারও জয়ী হবে বিজেপি। বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের মন্ডল কার্যকারিনী বৈঠকে কার্যকর্তাদের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। একই দিনে বুথ স্বশক্তি করনের ওপরও আলোচনা হয় এদিন।

Exit mobile version