জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাকরির দাবিতে শুক্রবার ফের একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছে এসটিজিটি পরীক্ষার্থীরা। কিন্তু দেখা হল না মুখ্যমন্ত্রীর সাথে। তারাএকসাথে নিয়োগের দাবিতে পুনরায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছে। পরীক্ষার্থীরা জানান নয় মাস হয়ে গেছে পরীক্ষা হয়েছে , এখনো তাদের নিয়োগের ব্যবস্থা হয়নি। তৎকালীন শিক্ষা মন্ত্রীর সঙ্গে অনেকবার দেখা করেছে পরীক্ষার্থীরা। এক পরীক্ষার্থী জানান , আমরা চাই মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুক। নিয়োগে যাতে কাউকে বঞ্চিত করা না হয়। রাজ্যে অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে । ৫৩০০ টি শুন্য পদ পড়ে আছে।