জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের গ্রাম শহর সর্বত্র কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কাজ ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আজ সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত জেলাভিত্তিক দিশা কমিটির পর্যালোচনা সভায় তিনি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধা সমাজের একেবারে গরীব মানুষের কাছে গিয়ে পৌঁছাতে হবে। এ বিষয়ে কোনও রকম আপোষ করা যাবে না। কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের যৌথভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।
বৈঠকে পূর্ত, বিদ্যুৎ, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, মৎস্য, কৃষি, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ, বিদ্যালয় শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, খাদ্য, গ্রামোন্নয়ন ইত্যাদি দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করা হয়। সভার আলোচনায় জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিক জানান, জেলায় জল জীবন মিশনের মাধ্যমে এখন পর্যন্ত ৫৯ হাজার ৪১টি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট বাড়িগুলিতে এই সংযোগ দেওয়ার কাজ চলছে। চলতি অর্থবছরে জেলায় ২০০টি আইআরপি স্থাপনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অগ্রগতির তথ্য দিয়ে বৈঠকে জানানো হয়, পিএমজিএসওয়াই ১ এবং ২ প্রকল্পে জেলায় ১৬৭টি রাস্তা এবং ৪টি ব্রিজ স্থাপন করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক জানান, জেলায় এখন পর্যন্ত ২৯ হাজার ৮৪ জন কৃষককে কিষাণ সম্মাননিধির আওতায় আনা হয়েছে। পূর্ত দপ্তরের আধিকারিক জানান, গত অর্থবছরে সোনামুড়ায় ৭১৮ কিলোমিটার পিচের রাস্তা নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ চলছে।
পর্যালে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহ-সভাধিপতি পিন্টু আইচ, বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক অন্তরা সরকার দেব, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা জে ভি দোয়াতি, বিশালগড় ও সোনামুড়া মহকুমার মহকুমা শাসক, বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং
বিএসির চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।