গত কিছুদিন আগে বিশালগড় এস ডি এম অফিস লাগু এক বাড়িতে গোহাটি থেকে এসেছেন এক যুবতী। গতকাল নমুনা পরীক্ষা করার পর ওনার পজিটিভ ধরা পড়েছে। তাই আজ বিশালগড় মহাকুমার স্বাস্থ্য দপ্তরে কর্মীরা এসে সেই বাড়িটি পুরো কোয়ারান্টিনে করে সিল করেন। এলাকার অভিযোগ গতকাল রাত্রে পজিটিভ ধরা পড়ে কিন্তু আজ দুপুর ১ টা সময় কেনো করেছে। সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি হাসপাতালে কর্মীরা। এ নিয়ে জনরোষের মুখে পড়েন বিশালগড় মহাকুমা স্বাস্থ্য দফতরের কর্মীরা।এলাকায় জনসাধারণের অভিযোগ বিশালগড় মহকুমা শাসক দপ্তরে কর্মীরা দিনদিন করুনা পজিটিভ পাওয়ার রোগীদের নিয়ে বিভিন্ন রকম টালবাহানা করছেন ।