জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রাফিক স্বল্পতায় দুর্ভোগ পোহাচ্ছে বিশালগড়বাসীরা । বেশ কয়েক বছর ধরে বিশালগড় চৌমুহনীতে ট্রাফিক স্বল্পতার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী সহ জরুরি পরিষেবার ক্ষেত্রেও । সোমবার সকালে বিশালগড় চৌহমনীতে ট্রাফিক স্বল্পতার ফলে যানজট লেগে যাওয়ায় দীর্ঘক্ষন ধরে রাস্তায় আটকে থাকে অ্যাম্বুলেন্স এবং পরবর্তী সময়ে ঘটনাস্থলে স্থানীয় ব্যবসায়ীরা ও পথচারীরা মিলে জরুরি পরিষেবার এম্বুলেন্সটি যানজট থেকে মুক্ত করে। প্রতিদিন একই সমস্যায় পড়ছেন স্থানীয়রা, কিন্তু দেখা মেলেনা ট্রাফিক বাবুদের , এমনকি পার্কিং এর সুব্যবস্থাও নেই বলে জানিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী। এবং তাদের দাবী অবিলম্বে যেন বিশালগড় চৌমনীতে ট্রাফিক বাড়ানো হয় এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা হরা হয়।