জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চরিলামে শুরু হয়েছে বিজেপির কার্যকারণী বৈঠক। সকাল ১১ টায় চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রদেশ বিজেপি নেতৃত্ব এই বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য প্রভারি ডা: মহেশ শর্মা, রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক ফনিন্দ্র নাথ শর্মা সহ শীর্ষ নেতৃত্বরা অংশগ্রহণ করেছেন। প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সদস্যগণ সহ ১৮০ জনের উপর প্রতিনিধি বৈঠকে যোগ দিয়েছে বলে জানা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের কার্যকালকে কেন্দ্র করে হাতে নেওয়া কর্মসূচি গুলি যথাযথভাবে রূপায়ণের লক্ষ্যেই বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এক মাস ব্যাপী এই কর্মসূচি গোটা রাজ্যে কার্যকর ভাবে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে পদ্ম শিবির। জানিয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।