Site icon janatar kalam

ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে মনিপুরে পাঠানো হল ত্রাণ সামগ্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুরে সম্প্রতি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। ঘটনায় নিহত হয়েছিল প্রায় অর্ধশতাধিক লোক। এক প্রকার জাতি দাঙ্গার রূপ নিয়েছিল। সেখানকার বিভিন্ন এলাকায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বহু পরিবার। ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় শত শত পরিবার এখনও সরকারি ত্রাণ শিবির গুলিতে আশ্রিত। সম্প্রতি মনিপুর প্রদেশ বিজেপির তরফে ত্রিপুরা প্রদেশ বিজেপির কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর আবেদন জানানো হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে এক ট্রাক খাদ্যদ্রব্য, পোশাক, শুকনা খাবার, চাল ডাল, মশার কয়েল সহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছে। এদিন বিজেপি সদর কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়িটি মনিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পতাকা নেড়ে গাড়িটি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।উপস্থিত ছিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন ও বিজেপি দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version