জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার সর্ব শেষ মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছিয়াত্তরতম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে বুধবার বটতলাস্থিত রাজ শ্মশান ঘাটে যান পুর নিগমের মেয়র দীপক মজুমদার । রাজ পরিবারের রীতি মেনেই এদিন শ্রদ্ধা জানানো হয় প্রয়াত মহারাজার স্মৃতি ফলকে। মেয়র দীপক মজুমদার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রুপকার আখ্যা দিয়ে বলেন, তৎকালীন সময়ে মহারাজা রাজধানী আগরতলা সহ অন্যান্য এলাকার আধুনিকীকরণ চেয়েছিলেন। তাই তার চিন্তা ধারাকে শ্রদ্ধা জানাতে অবিলম্বে রাজ শ্মশানটির সংস্কার করা হবে । তাছাড়াও শ্মশানটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে এইখানে লাগানো হবে ফলক, যেখানে ত্রিপুরার ইতিহাসকে ফুটিয়ে তোলা হবে, যাতে মানুষ শুধু দাহ কর্ম করতেই নয়, দেখতে ও আসে শ্মশানটিকে।