জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক ডেঙ্গু দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলা পুর নিগমের কনফারেনস হলে আয়োজন করা হয়েছে এক সচেতনতা মূলক আলোচনা চক্র ।মঙ্গলবার আয়োজিত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। বর্ষার মরশুম চলছে, আর এই বর্ষার জমানো জলেই সৃষ্টি হয় ডেঙ্গু তথা ম্যালেরিয়া রোগ বহনকারী মশার। ডেঙ্গু ম্যালেরিয়া জাতীয় রোগ থেকে শহরবাসীকে রক্ষা করতেই এ দিনের অনুষ্ঠানের মাধ্যমে সতর্ক করা হয়েছে।