Site icon janatar kalam

চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সদের মানবিক হতে হবে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সদের মানবিক হতে হবে। চিকিৎসা পরিষেবা প্রদানে তাদের আরও সহনশীল হতে হবে। মা যেমন পরিবারকে নিয়ন্ত্রণ করে তেমনি নার্সরাও চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে হাসপাতালকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই প্রত্যেক নার্সকেই মানবসেবায় কাজ করার মানসিকতা নিয়ে চলতে হবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্সেস দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ আধুনিক নার্সিং পরিষেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান। এবছরের আন্তর্জাতিক নার্সেস দিবসের মূল ভাবনা হলো আমাদের নার্স, আমাদের
গর্ব’। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলিতে চিকিৎসকগণ প্রধানত নার্সদের উপর নির্ভর করেই সার্জারি সহ নানা চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন। মুখ্যমন্ত্রী বলেন, নার্সরা মানবসেবায় ব্রতী থাকেন বলেই তাদের সেবিকা বলা হয়ে থাকে। রাজ্যে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে নার্সদের বিরাট অবদান রয়েছে। রাজ্য সরকার নার্সদের প্রাপ্য সম্মান প্রদানেও আন্তরিক। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা প্রদানে নার্সিং কাউন্সিলের নিয়ম নির্দেশিকা পালন করা আবশ্যক। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের ছেলেমেয়েরা রাজ্য থেকেই এএনএম, জিএনএম ইত্যাদি নার্সিং কোর্সে পড়াশুন করার সুযোগ পাচ্ছেন। আগে সেই কোর্সগুলি বহিরাজা থেকে করতে হতো। নার্সিং পরিষেবা প্রদানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে মানবিক দৃষ্টান্ত রেখে গেছেন তা অনুসরণ করে চলার জন্য অনুষ্ঠানে উপস্থিত নার্সিং পাঠরত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, করোনা অতিমারীর সময় নার্সরা নিরলসভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। নার্সরা আন্তরিকতার সাথেই মানুষকে পরিষেবা প্রদান করে থাকেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নার্সদেরও আধুনিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তাতে লাভবান হবেন রাজ্যের জনগণ। অনুষ্ঠানে স্বাগত ভাষণে ত্রিপুরা হেলথ সার্ভিসের অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা বলেন, আধুনিক নার্সিং পরিষেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের দেশেও আজ আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হচ্ছে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসা পরিষেবা প্রদানে মোট ২১৩০ জন নার্স কর্মরত রয়েছেন। তারা চিকিৎসা পরিষেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। নার্সদের সম্মান প্রদানের উদ্দেশ্যে স্টাফ নার্সদের এখন থেকে নার্সিং অফিসার হিসেবে গণ্য করা হবে। এছাড়াও অন্যান্য নার্সদের সম্মান প্রদান করার বিষয়ে সরকার আন্তরিক উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ড. দেবাশিস বসু, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রফেসর (ডা.) হরপ্রসাদ শর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডা. সুপ্রিয় মল্লিক, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্টার রেবিকা ডার্লং প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে পাঠরত সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও রক্তদান শিবির আয়োজন করার জন্য ৩টি নার্সিং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা পুরস্কার
প্রাপকদের হাতে পুরস্কারগুলি তুলে দেন।

Exit mobile version