Site icon janatar kalam

আগামীকাল রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আগামীকাল ১৩মে ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে। এই লোক আদালতে মোট ৬৬টি বেঞ্চে ১১,৩৪৬টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫০৭০টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৬২৭৬টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪৩৯৩টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপুরণ মামলা ২৯২টি, ভোক্তা আদালত সংক্রান্ত ৮টি মামলা, দুরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৬৭৭টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৫৫৭৬টি মামলা, বৈবাহিক বিরোধের ২১৯টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআইঅ্যাক্ট) ৯৭টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৪টি মামলা, অবমাননা সংক্রান্ত ২১টি মামলা এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত ১২টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৮০টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশী ১১ট বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে। প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব দাতমোহন জমাতিয়া দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিস্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন। ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

Exit mobile version