জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থ্য পরিষেবাকে প্রাধান্য দিয়েই রাজ্য সরকার কাজ করে চলছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার ,নার্সদের সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।কাজ করতে গেলেই সমস্যা থাকবে। তাই বলে সমস্যাকে নিয়ে রাজনীতি করা চলবে না। সমস্যা থেকে কিভাবে উত্তোরন পেতে পারি ,সেদিকে সবার নজর রেখে কাজ করতে হবে। প্রত্যেকের সম্মিলিত প্রয়াসেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। একা কারোর দ্বারা কোন সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। রাজ্য সরকারও রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রাধান্য দিয়ে দিনরাত কাজ করে চলেছে। সাধারণ মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়াই গুরু দায়িত্ব হবে চিকিৎসক ও নার্সদের। শুক্রবার আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে রাজধানীর অটল বিহারী বাজপেয়ি রিজিয়নাল ক্যান্সার হসপিটালে আয়োজিত মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কোভিডের আগ পর্যন্ত রক্তদান রাজ্যে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছিল।মাঝখানে কোভিডের দুই বছরে রক্তদানে একটা ভাটা পড়েছিল , কিন্তু বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারের প্রচেষ্টায় রক্তদান আবার স্বমহিমায় ফিরে এসেছে। নার্সেস ডে উপলক্ষে রিজিওনাল ক্যান্সার হসপিটালে আয়োজিত মেগা রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকগণ।