Site icon janatar kalam

নেশা মুক্তিতে ভাগীদার হতে হবে মায়েদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা মুক্ত ভারত তথা নেশা মুক্ত ত্রিপুরা গড়তে হলে ভাগীদার হতে হবে মায়েরাও। নেশা বিরোধী অভিযানে মায়েরা গর্জে উঠলেই সমূলে উচ্ছেদ করা যাবে নেশার রমরমা বাণিজ্য। শুক্রবার রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত নেশা মুক্ত ভারত অভিযান ও মিশন বাৎসল্য স্কিম সচেতনতামূলক শোভাযাত্রার সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে বললেন দফতরের মন্ত্রী টিঙ্কু রায়। সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে বেটী পড়াও বেটী বাঁচাও , নেশা মুক্ত ভারত এবং মিশন বাৎসল্য স্কিম সম্পর্কে সমাজকে আরও সচেতন করতে ঊমাকান্ত স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন ঊমাকান্ত স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।

Exit mobile version