Site icon janatar kalam

মোকার তান্ডব! রাজ্যের তিন জেলায় কমলা সতর্কতা জারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা,রাজ্যের তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে। বাকি পাঁচ জেলা হালকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। জানিয়েছে রাজ্য আবহাওয়া দপ্তর। চলতি মাসের ৯ তারিখে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিলো নিম্নচাপ, আর তার থেকেই সৃষ্টি ঘূর্ণিঝড় মোকার। বঙ্গোপসাগরে এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ফণী, ২০২০ সালের আমফান, ২০২১ সালের ইয়াসও ছিল। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে ‘মোকা’র মিল থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। ত্রিপুরা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখন মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় ৯ কিলোমিটার বেগ নিয়ে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে মোকা। বাংলাদেশ সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে দাপট দেখাবে মোকা। প্রভাব পড়বে রাজ্যেও। ত্রিপুরা , মিজোরাম, ও দক্ষিণ মণিপুর হয়ে মায়ানমারের দিকে চলে যাবে ঘূর্ণিঝড়টি। ত্রিপুরায় ১৩ এবং ১৪ তারিখে প্রভাব ফেলবে মোকা। ১৩ তারিখে হাল্কা ঝড়ের সাথে অল্প বৃষ্টি এবং ১৪ তারিখে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মোকা। রাজ্যের ৮ টি জেলার মধ্যে তিনটি জেলা দক্ষিণ, গোমতী ও ধলাইয়ে কমলা সতর্কতা দেওয়া হয়েছে । তবে এই দুর্যোগ মোকাবেলায় তৈরি রয়েছে এনডি আর এফ, এস ডি আর এফ সহ রাজ্য প্রশাসন। এই বিষয়ে আবহাওয়া দপ্তরের আধিকারিক ডক্টর শরত কুমার দাশ
জানান যে এই দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকারকে সব ধরণের সহায়তা করতে প্রস্তুত রয়েছে কেন্দ্রিয় সরকারও।প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলা শাসকের ও মহকুমা প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রত্যেকটি জেলা মহকুমায় আলাদা আলাদা টিম গঠন করা হয়েছে। তবে অতিরিক্ত ভয়েরও কোন কারণ নেই বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

Exit mobile version