Site icon janatar kalam

লক ডাউনে ক্ষতিগ্রস্ত এক সব্জি চাষী, ঘটনা উদয়পুর পশ্চিম ছাতারিয়া এলাকায়

লক ডাউন এর ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত এক সব্জি চাষী। ঘটনা উদয়পুর টেপানিয়া ব্লক অধীন পশ্চিম ছাতারিয়া এলাকায়। আর এতে চিন্তায় পড়েছে জনৈক চাষী।
ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম ছাতারিয়া এলাকার জনৈক বাবুল মজুমদার দেড় কানি জমিতে কারকল গাছ লাগিয়েছেন। ফলনও হয়েছে ভালোই। তবে লক ডাউন চলায় বেচা বিক্রি মন্দা হওয়াই দুশ্চিন্তায় পড়েছে ক্ষতিগ্রস্ত সব্জি চাষী বিমল মজুমদার। এমতাবস্থায় বিমল বাবুর অভিমত যদি সরকারী কোনও সহায়তা পাওয়া যায় তাহলে উনার পক্ষে সঠিক ভাবে কৃষিকাজ চালিয়ে যাওয়া সম্ভবপর হবে।

Exit mobile version