Site icon janatar kalam

ছাত্র-ছাত্রীদের সঙ্গে মেজর গগন দ্বীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর পূর্বাঞ্চলের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে একাত্মবোধ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। কেননা ছাত্র জীবন থেকেই জাতীয় সংহতি ও ভাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। এনসিসি ট্রেনিং করা ছাত্র-ছাত্রীদের মাধ্যমেই গোটা উত্তর পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মধ্যে একতা গড়ে তুলতে হবে। বুধবার দুদিনের রাজ্য সফরে এসে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন এনসিসি নর্থ ইস্ট রিজওনের এডিশনাল ডাইরেক্টর জেনারেল গগন দ্বীপ। এদিন প্রথমেই তিনি এডি নগরস্থিত সেন্ট পলস স্কুলের এনসিসি ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন। মত বিনিময় করেন তাদের সাথে , একই সঙ্গে বিদ্যালয়টি ঘুরে দেখেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে এডিশনাল ডিরেক্টর জেনারেলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Exit mobile version