জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ওবিসি সম্প্রদায়ের লোকদের খুব সহজে চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য ওয়েব পোর্টাল খুলেছে ওবিসি কল্যাণ দপ্তর। বুধবার পোর্টালটির আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীমতি চাকমা বলেন, ওবিসি সম্প্রদায়ের মধ্যে যাদের আয়ুষ্মান কার্ড নেই অথচ বছরে এক লক্ষ টাকার নিচে আয়, শুধুমাত্র তারাই এই পোর্টালে চিকিৎসার জন্য সর্বোচ্চ 15 হাজার টাকার জন্য আবেদন করতে পারবে। পোর্টালটি চালু করার ফলে গরিব অংশের মানুষ বাড়িতে বসেই মোবাইলে কিংবা পার্শ্ববর্তী কোন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার।