Site icon janatar kalam

কমলাসাগরে সম্বর্ধিত বিধায়িকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমলাসাগর বিধানসভা এলাকায় রাবারের উৎপাদন সবচেয়ে বেশি। কিন্তু শুধুমাত্র রাবার সিট তৈরি হয় কমলাসাগরে । এই রাবারের উৎপাদনকে আরও কিভাবে বাড়ানো যায় । সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। বুধবার গকুলনগর মৈত্রী রাবার উৎপাদন সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়িকা অন্তরা সরকার দেবকে সম্বর্ধিত করা হয় । এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মৈত্রী রাবার উৎপাদন সমিতি ও এলাকার বেকার যুবকদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়েও আলকপাত করেন । অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন মৈত্রী রাবার উৎপাদন সমিতির সভাপতি রাজেশ দেব, সহ-সভাপতি সুবীর চৌধুরী, রাবার বোর্ডের আধিকারিক স্বপন দেবনাথ সহ অন্যান্যরা।

Exit mobile version